1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই-আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ বগুড়ায় ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার নওগাঁয় জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও চাকরিতে পুনর্বহালের জন্য মানববন্ধন কেশবপুরে অবৈধ রোমান ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান আমতলীতে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানে বিল যাচ্ছে ৬২ হাজার গ্রাহকের কাছে দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামপুরে স্মরণসভা ইসলামপুরে যৌথ বাহিনী অভিযানে দেশীয় অস্র ও মাদকসহ আটক ৫

সাংবাদিকদের দৌরত্ম্যে অতিষ্ঠ

এম সাকিব খন্দকার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
নরসিংদীর  শিবপুর উপজেলায় নামধারী সাংবাদিকদের দৌরত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ । গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র এরা বিচরণ করছে। সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। দুইশ’র উপরে নামধারি সাংবাদিক রয়েছে এ উপজেলায়। অখ্যাত ও আন্ডারগ্রাউন্ড ও অনলাইন পত্রিকার কার্ড নিয়ে এসে এরা সাংবাদিক পরিচয় দিয়ে শহর থেকে গ্রামে দাবড়ে বেড়াচ্ছে। বাইকের সামনে পত্রিকার স্টিকার সাটিয়ে ৪-৫টি গাড়িতে করে ১০-১২ জন একত্রে এক জায়গায় গিয়ে এ অনিয়ম ও অনিয়মের নামে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে দরকাষাকষি করে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে এসে তা নিজেরা ভাগ করে নেয়। তারা গলায় কার্ড ঝুলিয়ে ও হাতে আইপি টিভি( ইউটিউবের) বুম নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।
অভিযোগ রয়েছে, এসব নামধারী সাংবাদিকরা ভাড়ায় গিয়ে অন্যর পক্ষে সাফাই গায়। অধিকাংশ সময় তাদেরকে থানার সামনে  দেখা যায়। এক শ্রেণীর পুলিশের সাথে সখ্যতা রেখে এরা মামলার দালালি করে এরা কামাই করে। তাদের এর বাইরে কোন কর্ম নেই।  ধান্দাবাজি করে জীবিকা চালায়। অফিসপাড়ায় বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে তারা আড্ডা করেন। তদবির করেন। অফিসপাড়ার অনেক কর্মকর্তারা এদের যন্ত্রনায় অতিষ্ঠ । কিন্তু  তারা কিছু বলতে পারছেননা। ঘন্টার পর ঘন্টা চেয়ার আটকে বসে থকেন। ফলে ওই অফিসে আসা সেবাগ্রহীতাদের দুর্ভোগের শিকার হতে হয়।
শিবপুরের মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত শিবপুরের  প্রেসক্লাবের বাইরেও এখানে আরও ২-৩টা অসাংবাদিকদের সংগঠন রয়েছে। তারা সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে হেনস্তা করছে। এরমধ্যে নামধারী অধিকাংশ সাংবাদিকই রাজনীতির সাথে জড়িত, মুদিদোকান ও ফ্লেক্সীলোডের ব্যবসা করেন। এমনকি ভাড়ায় বাইক চালান। তারা হয়েছেন সাংবাদিক। এ ছাড়া এখানে একটি পত্রিকার উপজেলা প্রতিনিধিসহ উত্তর ও দক্ষিন প্রতিনিধি হিসাবে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। শহরে ঘর ভাড়া করে সাইনবোর্ড ঝুলিয়ে তারা সাংবাদিকতার নামে ব্যবসা শুরু করেছেন। প্রতিমাসে চাঁদার টাকা দিয়ে তার ঘর ভাড়া প্রদান করেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, এসব নামধারী সাংবাদিকদের মধ্যে ৯০ ভাগই কোন আলাদা কর্মের সাথে জড়িত নেই। ধান্দাবাজি করে চলেন। শিবপুরের  নামধারী সাংবাদিকদের ভিড়ের কারণে শীর্ষ সব জাতীয় দৈনিকের পেশাদারী সাংবাদিকরাও কোনঠাসা হয়ে পরেছেন। কোন সভাসমাবেশে গিয়ে ওই সকল নামধারী সাংবাদিকদের কারণে তারা বসার আসন পাননা। আগে থেকে গিয়ে তারা চেয়ার দখল করে বসে থাকে। এ নিয়ে খোদ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও বিভ্রতকর অবস্থায় আছেন।
 শিক্ষিত এ জনপথে সাংবাদিকদের প্রতি মানুষের আস্থার জায়গা আগেরমত নেই। ১৫-২০ জন দল বেধে সভা সেমিনারে আসেন। চেয়ার দখল করে বসে থাকেন। ফলে সভায় গুরুত্ব বা আমন্ত্রীত ব্যক্তিদের বসার জায়গা থাকেনা।  এসব অখ্যাত নামধারী সাংবাদিকদের কারণে আমাদের সকলের বদনাম হচ্ছে। সবার উচিৎ এদের সামাজিক ভাবে বয়কট করা। পাশাপাশি সরকারের উচিৎ একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা। পত্রিকা বা অনলাইনের সরকারী রেজিস্ট্রেশনসহ ন্যুনতম ডিগ্রী পাশ ছাড়া কাউকে এ পেশায় নিয়োগ না দেয়া।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com