1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে অনলাইন জিডি সেবা চালু: থানায় দালাল ও হয়রানির যুগের অবসান চুয়াডাঙ্গার ৫ থানায় অনলাইন জিডির কার্যক্রম উদ্বোধন কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন জলঢাকা পৌরসভার লটারির মাধ্যমে ও এস এম এর ডিলার নির্বাচিত শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী বিপনেট এর কর্মশালা অনুষ্ঠিত দিরাই বি এন পির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার কাঠালিয়া চেচরীরামপুর ইউনিয়নে বিএনপির বিহ্মোভ মিছিল মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার জালিয়াতি শিক্ষক রশিদুল গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে বেপরোয়া আওয়ামীলীগের দোসর শহীদ! ১৮ জুলাই ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মারকলিপি পেশ

সাংবাদিক, কবি ও পর্যটক লোকমান হোসেন পলা পেলেন ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড

Lokman Hossain
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
২০ জুলাই রোবাবর বিকাল ৫ টায় কুয়াকাটা খান প্যালেস অডিটোরিয়ামে
গ্লোবাল এভিয়েশন এন্ড  ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে “পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটার সম্ভাবনা” প্রদর্শনী ও ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে , সংগঠনের মহসচিব সালাম মাহমুদ সভাপতিত্বে   , প্রধান আলোচক ছিলেন, এ বি এম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি। আরো উপস্থিত ছিলেন  একুশে পদক বিজয়ী বরেণ্য সঙ্গীতশিল্পী,ফেরদৌস আরা,
 , নতুনধরা গ্রুপ  মুকিম খান, সাধারণ সম্পাদক, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতি  এম এ মোতালেব শরীফ, প্রেসিডেন্ট, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জামিউর রহমান লেমন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।
“কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) প্রেজেন্টস ট্যুরিজম ফেস্টিভ্যাল ও ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড–২০২৫”- “ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড”সাহিত্য, সাংবাদিকতা, পর্যটন ও মুক্তিযুদ্ধ গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন সাংবাদিক, কবি ও পর্যটক লোকমান হোসেন পলাকে  প্রদান করা হয়। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গাটজা) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন সাংবাদিকতায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
লোকমান হোসেন পলা শুধু সাংবাদিক বা কবিই নন, তিনি একজন সক্রিয় পর্যটন গবেষক, সংগঠক ও লেখক। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে বহু দিকে।
ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড – ২০২৫
বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সম্মাননা – ২০২৪
লোকসংস্কৃতি গবেষণা পুরস্কার – ২০২৩
বিশ্ব পর্যটন দিবস স্মারক সম্মাননা – ২০২৩
ঈশপ সাহিত্য সম্মাননা (ভারত) – ২০১৯
ভারত–বাংলাদেশ মৈত্রী সম্মাননা – ২০১৮
মাপসাস মহাত্মা গান্ধী শান্তি পদক – ২০১০
অনলাইন সাহিত্য ইউনিটি সম্মাননা – ২০২২
বিমল কুমার সরকার স্মৃতি পদক – ২০২২
দৈনিক নব অভিযান সম্মাননা – ২০০৯
লোকমান হোসেন পলার জন্ম ১৯৭৫ সালে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামে। পিতা বজলুর রহমান ও মাতা কে. নেছার সন্তান তিনি। ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সামাজিক কাজে জড়িত ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয়। সম্পাদক হিসেবে লিটলম্যাগ বিকাশ (১৯৯৭–বর্তমান), এবং লিখেছেন নিডস নিউজ২৪, পূর্বাপর, বহুমত, দেশ বাঙালিসহ বিভিন্ন মাধ্যমে। তিনি বর্তমানে কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব।
লোকমান হোসেন পলার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—
“মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা”, “আমার এই পথ চলাতে আনন্দ”, “পৃথিবীর পথে”, “ডিজিটাল সংসার”, “এক জনমে”, “মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন” ও “বাংলা সাহিত্যের প্রধান বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী” স্মারক গ্রন্থ, ধবধবে সাদা কথামালা, হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞান কাব্যরীতি, সাহিত্যের বিচারে হাসনাইন সাজ্জাদী বিজ্ঞান কাব্যতত্ত্ব, শান্তি পথে।
রকমারি ডটকমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার বই পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পলা ইতোমধ্যে ভ্রমণ করেছেন সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, ভারত ও ভুটানসহ একাধিক দেশ। পর্যটন ও সংস্কৃতি সংরক্ষণে তাঁর লেখা ও প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পলা বলেন,
“এই সম্মাননাগুলো আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি চাই আমার লেখার মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com