গাজীপুরের কালিয়াকৈরের বড়ইছুটি এলাকায় অবস্থিত সাউদার্ন নিট ওয়্যার লিমিটেড কারখানায় ছাঁটাই হওয়া ১৭ জন শ্রমিকের পুনর্বহাল এবং দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের দাবিতে শনিবার (১২ জুলাই) সকাল থেকে উত্তাল হয়ে ওঠে কারখানার পরিবেশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কিছুদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলেন ওই কারখানার শ্রমিকরা। এসব আন্দোলনের নেতৃত্বে ছিলেন ১৭ জন শ্রমিক। বৃহস্পতিবার (১০ জুলাই) কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটকে এই ১৭ জন শ্রমিকের ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেয়।
শনিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ধীরে ধীরে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা একযোগে ছাঁটাই আদেশ প্রত্যাহার, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নূরুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের একটি দল ও কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এ সময় উত্তেজনা কিছুটা প্রশমিত হলে কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানার ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “শ্রমিকরা কারখানার ভেতরেই শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন। পরবর্তীতে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করলে সবাই বাড়ি ফিরে যান।”
তবে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল বা কর্মকর্তাদের পদত্যাগ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পুনর্বহাল ও দায়ী কর্মকর্তাদের অপসারণ না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে এ ঘটনা আবারো প্রমাণ করলো, শ্রমিক স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দিলে তার প্রতিক্রিয়া আসবেই।