গাইবান্ধায় সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলীতে পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে অবৈধ কয়লা কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোঃ আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর তৎপরতায় দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, (১) মোঃ মনির মিয়া -পিতাঃ মোঃ মুঞ্জুরুল ইসলাম, (২) মোঃ আশিক মিয়া -পিতাঃ মোঃ লুৎফর রহমান। তারা দুজনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ঐ এলাকায় মাটির তৈরি কয়েকটি অস্থায়ী চুলায় গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদনের কার্যক্রম চলছিল। এতে একদিকে বনজ সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে ঘন ধোঁয়ায় পরিবেশ দূষণ এবং আশেপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।