গাইবান্ধার সাঘাটায় অপারেশন ডেভিল হান্টে উপজেলার ৮নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা মোঃ আমিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ (জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা হল রুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের জুলাই ২০২৫ মাসের সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে, পরবর্তীতে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
মোঃ আমিরুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম।
স্থানীয়রা জানায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমিরুল ইসলাম সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের ডান হাত ছিল। এবং জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ছিলেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম যানায়, আমরা তাকে গ্রেফতার করেছি পরবর্তীতে তাকে গাইবান্ধা জেলা আদালতের নিকট হস্তান্তর করা হবে। এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আর আমাদের এই ডেভিল হান্টে অভিযান চলমান থাকবে।