মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়ন এর ঐতিহ্য সাটুরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ অবস্থিত। মসজিদটি প্রতিষ্ঠিত হাওয়ার পর থেকে কখনোই পবিত্র ঈদের জামাত মাঠে অনুষ্ঠিত হয়নি। স্থানীয় কিছু তরুণ ও যুবকদের মনে প্রশ্ন জাগে বাংলাদেশের সব জায়গায় পবিত্র ঈদের জামাত মাঠে অনুষ্ঠিত হয়, আমরা কেনো মসজিদে ঈদের জামাত আদায় করবো, আমরাও ঈদের জামাত মাঠে আদায় করবো। এ বিষয় কথা হয় উদ্যোগ নেওয়া স্থানীয় মোঃ ফয়সাল মোঃ শাকিল মোঃ আবির ও সৌরভদের সঙ্গে, তারা বলেন আমরাও চাই সবার মতো ঈদের জামাত মাঠে পরবো সেই চিন্তা থেকে সবার সহযোগিতা নিয়ে আজ পবিত্র ঈদের জামাত মাঠে আদায় করতে পেরে খুবই ভালো লাগছে এবং ঈদ ঈদ মনে হচ্ছে। দেশ-জাতির সমৃদ্ধি কামনা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলার ৯ টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। সোমবার সকালে সাটুরিয়া উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলায় বিভিন্ন স্হানে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।