চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ৮ নং ওয়ার্ডের পালিত পাড়ার বাসিন্দা সৈকত পালিত আজ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী এই যুবক একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সৈকত পালিত তার নিজ বাসায় ফাঁসির রশি দিয়ে আত্মহত্যা করেন। তাঁকে নিথর অবস্থায় পাওয়ার পর আত্মীয়-স্বজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মন্তব্য করলে ও অনেকে মনে করছেন অন্য কোনো গল্প লুকিয়ে আছে । তবে তদন্ত চলমান থাকবে বলে জানায় স্থানীয় প্রশাসন।
সৈকত অত্যন্ত শান্ত ও নম্র ভদ্র স্বভাবের ছিলেন এটা আমাদের সমাজের জন্য বড় প্রশ্ন।
সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষিত যুবকদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ব্যক্তিদের কাউন্সেলিং নেওয়ার আহ্বান ও জানানো হয়েছে।
আত্মহত্যা প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আত্মহত্যা কোনো সমাধান নয়। মানসিক সংকটে থাকলে নিকটজনের সাহায্য নিন বা পেশাদার পরামর্শ গ্রহণ করুন।
এই প্রতিবেদনটি পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।