আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৩৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার ৭০০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ঘাটতি হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা ও রাজস্ব খাতে আয় ১৬ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ২০০ টাকা। উন্নয়ন খাতে আয় ২০ কোটি ৫০ লাখ ৭৫ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ২০ কোটি ৫০ লাখ ৭৫ হাজার। রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট ১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৩০০ টাকা ঘাটতি রেখে ৩৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার ৭০০ টাকা বাজেট প্রণয়ন করা হয়। বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মানসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন প্রশাসক নিশাত আনজুম অনন্যা। সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।