1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩ আদমদীঘিতে শিক্ষকের গাফিলতিতে নির্ধারিত সময়ের আধাঘন্টা পর শুরু হলো পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ২১টি বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক ১ ফুলবাড়ীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন ত ১৬ বছর মানুষের জীবনে স্বাধীনতা ছিল না- কেন্দ্রীয় যুবদল সাধারণ নুরুল ইসলাম নয়ন বর্তমান আমাদের দেশের হাট ও বাজারে প্রতিদিন সকাল বিকাল আগুনে পুরিয়ে যাচ্ছে তজুমদ্দিনে বিএনপি নেতা আলমগীর খোকনের দাফন সম্পন্ন ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধ মামলার ৬ আসামী গ্রেফতার খসড়া ইমারত বিধিমালা ২০২৪: তুমি কি গণতন্ত্রের না রাজতন্ত্রের?

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের জামিন না মঞ্জুর

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

চতুর্থ দফায় আবেদন করেও জামিন মেলেনি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের। আজ রবিবার (২৪ নভেম্বর) চতুর্থ দফায় মহানগর বিএনপির সদস্য সচিবকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তিনি জামিনের আবেদন করলেও তা নাখোশ করে দেন আদালত।এর আগে বিএনপির অফিস পোড়ানো মামলায় গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে পৃথক চারটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।আসামি পক্ষের আইনজীবী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম এবং আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।জিআরও এনামুল হক জানান, জাহিদ ফারুক শামীমের একটি মামলার ধার্য্যতারিখ ছিল রবিবার। সেই অনুযায়ী তাকে আদালতে জাহির করা হয়েছে।এদিন বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের দায়ের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন জাহিদ ফারুক শামীম। কিন্তু আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আফজালুল করিম।এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপির শোক র‌্যালিতে হামলা করা হয়। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের নেতাকর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
এ ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি জাহিদ ফারুক শামীম। এছাড়াও ৫ আগস্টের পর দায়ের হওয়া আরও চারটি মামলার প্রধান আসামি তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com