দীর্ঘ তিন বছরের বিরতির অবসান ঘটিয়ে বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস আবারও ফিরছে আলোচনায়। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে ব্যান্ডটির সাত সদস্য—আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা—সকলেই সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন। এখন ভক্তদের জন্য অপেক্ষা শুধু ব্যান্ডের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের।এই প্রত্যাবর্তনের প্রথম ধাপে বিটিএস নিয়ে আসছে তাদের প্রথম লাইভ অ্যালবাম—‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ – লাইভ’। ব্যান্ডটির এজেন্সি বিগহিট মিউজিক গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৮ জুলাই প্রকাশিত হবে অ্যালবামটি।
লাইভ অ্যালবামটিতে থাকবে ২০২১-২২ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ওয়ার্ল্ড ট্যুরের ২২টি গান, যার মধ্যে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’ এবং ‘আইডল’-এর লাইভ পারফর্ম্যান্সগুলোও থাকবে। বিগহিট জানিয়েছে, “এই অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের সেই বিশেষ মুহূর্তগুলো নতুন করে অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো স্মৃতিগুলো আপনাদের মনে চিরকাল অমলিন থাকুক।”উল্লেখ্য, এই কনসার্ট সিরিজে সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে আয়োজিত ১২টি শোতে সরাসরি ও অনলাইনে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ ভক্ত। এটি ছিল প্রথমবারের মতো কোনো কোরিয়ান ব্যান্ডের সোফাই স্টেডিয়াম (এলএ) এবং অ্যালিজিয়েন্ট স্টেডিয়াম (ভেগাস) মাতানোর ইতিহাস।বিটিএসের মূল কোম্পানি হাইব জানিয়েছে, ব্যান্ডটি আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে ফিরবে। বিদেশি বেশ কয়েকটি সূত্রও নিশ্চিত করেছে, নতুন বছরে বিটিএস আবারও একসঙ্গে দলগতভাবে কাজ শুরু করবে।বিটিএস (BTS)ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর প্রত্যাবর্তনের খবর!আপনি চাইলে এই বুলেটিনে ছবি, বিটিএস সদস্যদের উদ্ধৃতি, অথবা