সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম তালুকদার আর নেই। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৯২ বছর বয়সী এই প্রবীণ নেতা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দু’দফা দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সিরাজগঞ্জ-৬ আসন থেকে জনগণের রায় নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, “নুরুল ইসলাম তালুকদার ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ—সহনশীল, পরিশ্রমী ও মানবিক। তিনি অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্ব দিতেন এবং শাহীাদপুর–চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা উন্নয়নে তাঁর ভূমিকা অনন্য।”
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।