সিরাজগঞ্জ: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আজ সোমবার (০৭ এপ্রিল) বাদ যোহর দুপুর ২টায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র, যুবক, আলেম, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।
বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ এসএস রোড হয়ে মুজিব সড়ক অতিক্রম করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সিরাজগঞ্জ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলের পণ্য বর্জন করুন, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলিমদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”
মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীদের মুখে মুখে ছিল প্রতিবাদী স্লোগান:
এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জবাসী ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।