1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মান্দার জোতবাজার ব্রিজের মূল কাঠামোর কাজ দ্রুতগতিতে চলমান জয়পুরহাটে সাবেক ছাত্রদল নেতাকে গুলিকরে হত্যাচেষ্টায় জনতার হাতে ১ জন সন্ত্রাসী আটক কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত মিরসরাই এ নববর্ষ পালনকালে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আতঙ্কে দোকান ও মার্কেট বন্ধ লালমোহনে প্রবাসীর বিরুদ্ধে মৎস্য খামারের মাছ চুরির অভিযোগ, মালিকের আইনি সহায়তার দাবি সাটুরিয়ায় নববর্ষের পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণে বিএনপি’র শোভা যাত্রা অনুষ্ঠিত মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী তানোরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন বগুড়ার গাবতলীতে হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার মঠবাড়িয়ায় শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি পেল ‘হাতেখড়ি ফাউন্ডেশন’

সিরাজগঞ্জে খাস জমি দখল নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ২০, বাড়িঘরে হামলা ও ভাঙচুর

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মদিন মোল্লা (৫৫) বড়ধুনাইল গ্রামের মৃত সগির মোল্লার ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সরকারি খাস জমির মালিকানা নিয়ে বড়ধুনাইল গ্রামের জাফর ও আব্দুর রাজ্জাক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে রাজ্জাক গ্রুপের লোকজন জাফর গ্রুপের বাড়িঘর ঘেরাও করে রাখে। ভয়ে বাড়ির পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে গেলে শনিবার সকালে রাজ্জাকপন্থীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এসময় মৃত নওশাদ মোল্লা, রফিকুল মোল্লা, মন্টু মোল্লা, হাই মোল্লা, মহিদুল মোল্লা, জামাল মোল্লা ও ইউসুফ মোল্লার বাড়িসহ অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা ঠেকাতে গেলে জাফর পক্ষের মনোয়ারা বেগম, সেলিনা বেগম, জাইদুল, ফিরোজ, গোলাম ও জহিরসহ অন্তত ১৫ জন নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়। পরদিন রোববার সকালে পুনরায় হামলা চালানো হলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জাফরপন্থী মদিন মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রাজ্জাক পক্ষের নেতা আব্দুর রাজ্জাক বলেন, “জাফর গ্রুপ বিগত সরকারের ছত্রছায়ায় সরকারি ১৫০ বিঘা খাস জমি দখলে নিয়ে চাষাবাদ করছিল। তারা আমাদের লোকজনের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। প্রতিশোধ নিতে এবং জমি উদ্ধারে আমরা ব্যবস্থা নিয়েছি।” এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, “ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com