বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটি কর্তৃক গৃহীত “চিলড্রেন এডুকেশন প্রজেক্ট ২০২৩” এর প্রথম পর্ব সম্পন্ন করে সিআইএ উইং এর ৯ নং রিজিয়ন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান রিজিয়ন (সিলেট এরিয়া) এর সদস্যবৃন্দ।
গত ১৮ই ডিসেম্বর ২০২৩ তারিখে সিলেটের পর্যটন এলাকা জাফলং- এর জিরো পয়েন্ট সংলগ্ন গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং ভবিষ্যৎ-এ স্কুলটির উন্নয়ন এর জন্য তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সর্বমোট তিনটি স্কোয়াডের সমন্বয়ে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়।
স্কোয়াড সমূহ হলো:-
৮২ নং স্কোয়াড, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ
৮৩ নং স্কোয়াড, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
৮৪ নং স্কোয়াড, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
Regional Commander Rafat Ahmed Chowdhury, SLCPSC এর নেতৃত্বে প্রজেক্ট সম্পন্ন হয়।
প্রজেক্ট এর সার্বিক পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য উপস্থিত ছিলেন:
CIA Wing Director
Deputy Assistant Director
Md. Shahriar Islam Sadi, KCPSC, NCPSC.
প্রজেক্টের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেন:
Additional Squad Commander Helal Uddin, SLCPSC
Deputy Squad Commander Dip Rishi, SLCPSC
Deputy Squad Commander Shahriar Subhan Shawkat, JCESC
এবং তাদের সহযোগিতায় উপস্থিত ছিলেন সেসকল স্কোয়াডের স্কোয়াড ফিল্ড অ্যাম্বাসেডররা।