সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধের ঢাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা দুইটার দিকে ধর্মপাশা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধ এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। আজ বেলা প্রা ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় ফসল রক্ষা বাঁধের ঢালে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় সম্ভব নয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’