সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জন দুর্ভোগে সাধারণ মানুষ।
জানা যায় সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট হইতে উকিল পাড়া খান স্টিল ফার্নিচারের সামনে এসে শেষ হয়েছে পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান এই সড়কের কাজ।
আরেকাংশ শহরের ধুপাখালী থেকে কাজীর পয়েন্টের ফায়ার সার্ভিসের সামনে এসে কাজ শেষ করা হয়েছে।
কিন্তু পাইওনিয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এই অবশিষ্ট সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
আর কাজ বন্ধ থাকার ফলে পুরাতন সড়কটি জলাবদ্ধতায় ছোট বড় গর্ত হয়ে সড়কটি ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছে।
এলাকাবাসী ও সড়কে চলাচলকারী মানুষজনের দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়।
সড়কে চলাচলকারী শিক্ষার্থীরা বলেন, এই সড়ক দিয়ে আমরা প্রতিদিন স্কুল কলেজে আশা যাওয়া করি কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় ভাঙ্গাচুড়ায় ছোট বড় গর্ত হয়ে সড়কের মাঝামাঝি কোন যানবাহন চলাচল করছে না,সড়কের একেবারে সাইট দিয়ে যানবাহন চলাচল করছে ফলে আমাদের স্কুল ড্রেস গাড়ির ছিটকে পড়া ময়লা পানি নষ্ট করে ফেলছে।
সড়কের পাশের এক মোদি দোকানি বলেন জলাবদ্ধতা ও ভাঙ্গা চুড়ার কারণে যানবাহন চলাচল করছে আমাদের দোকানের একেবারে কাছ দিয়ে ফলে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে, তাই আমরা বলছি যেহেতু এই সড়কটি পৌরসভার তাই পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত এ সড়কটির কাজ সম্পন্ন করেন।