গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নে দক্ষীন ধোপাডাঙ্গা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত নারী সদস্য সপ্না বেগমের বিরুদ্ধে টাকা বিনিময়ে পৃর্বের তালিকা থেকে নাম কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সুন্দরগঞ্জের অতি দরিদের জন্য কর্ম সংস্থান কর্ম সূচির (ইজিপিপি) অন্তরভুক্ত ১৭ জন পুরুষ নারী শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় গত ৭/৫/২০২৫ ইং বুধবার দুপুরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লববে শ্রমিকরা সংবাদ সম্মেলন করেন। এর পর আবারো গত ১৩/৫/২০২৫ তারিখে ধোপাডাঙ্গা ডিসি রাস্তার উপর হ্যাচাড়ী সামনে শ্রমিকরা ন্যার্য দাবি আদায়ের জন্য মানববন্দন করেন। উক্ত বাদ দেওয়া নামের বিষয়ে অনুসন্ধানে গেলে শ্রমিক জাহিদ, হাসান ও আজগার বলেন আমাদের কাছে সপ্না বেগম ও জাহাঙ্গীর মেম্বার নাম তালিকায় রাখার জন্য ৮/১০ হাজার করে টাকা চেয়েছিলেন,আমরা টাকা দিতে রাজি না হওয়ায় তালিকা থেকে আমাদের নাম কতৃন করা হয়েছে। এলাকাবাসীসহ ভুক্তভোগী জানায় এই সব দুসকৃতিকরী মেম্বারদের শাস্তির দাবি জানান।