গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা। ১৩ জুলাই (রবিবার) সকল ১০ ঘটিকার সময় ছাপরহাটী ইউনিয়ন পরিষদে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) আয়োজনের প্রকল্প অবহিতকরণ সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আনিছুর রহমানপ্যানেল চেয়ারম্যান ৯ নং ছাপরহাটী ইউনিয়ন পরিষদ, এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন,জনাব ডলি সুলতানা (GUK), প্রজেক্ট অফিসার গণ উন্নয়ন কেন্দ্র (GUK), জনাব শফিকুল ইসলাম প্রজেক্ট ম্যানেজার গণ উন্নয়ন কেন্দ্র (GUK) জনাব, আকবর হোসেন মনিটরিং ইভালুয়েশন একাউন্টেবিলিটি এন্ড লার্নিং ম্যানেজার। জনাব সরওয়ার হোসেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ছাপরহাটী ইউনিয়ন পরিষদ, জনাব রনজু মিয়া হিসাব সহকারী ছাপরহাটী ইউনিয়ন পরিষদ, জনাব জাহিদুল ইসলাম সদস্য ছাপরহাটী ইউনিয়ন পরিষদ, জনাব আনছান আলী সদস্য ছাপরহাটী ইউনিয়ন পরিষদ, জনাব সুরুজ্জামান সদস্য ছাপরহাটী ইউনিয়ন পরিষদ,জনাব সাজেদে বেগম সংরক্ষিত মহিলা সদস্য জনাব সাইদুর রহমান,জনাব খায়রুল আলম নয়ন গণমাধ্যম কর্মী। এছাড়াও আরো স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।