গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষের মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আঙ্গুর মিয়া।
শুক্রবার (১ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আঙ্গুর মিয়া ওই ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।
আঙ্গুর মিয়া লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষ মিজানুর প্রামানিক গত দূ’দিন আগে তাকে জড়িয়ে সাংবাদিককে অসত্য, মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে একটি আইপি I1tv চ্যানেলে সংবাদ প্রচার করেন। যাহা কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। তিনি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তিনি বলেন, তাকে যারা চেনেন এবং জানেন তারা অবশ্যই স্বীকার করবেন, তার সাথে কারো ব্যক্তিগত বা অন্য কোনভাবে কোন তর্ক – বিতর্ক বা দন্দ্ব কোন সময় হয়নি। মূলতঃ প্রতিপক্ষ মিজানুর ও রশিদ প্রামাণিকগং তার ভাতিজার নামে ক্রয়কৃত দীর্ঘ ৬০ বছরের ভোগ দখলীয় জমি মিথ্যা দাবি করে কিছু দিন পূর্বে হঠাৎ বেদখল দিয়েছে। এ ব্যাপারে শালিস হলে চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তার ভাজতার পক্ষে রায় দেন। একই সাথে প্রতিপক্ষ মিজানুর প্রামাণিকগংদের জমির দাবি থেকে বিরত থাকার আদেশ দিলেও এ আদেশ মানতে নারাজ হন। পরবর্তীতে এ বিষয়ে থানা, এসিল্যান্ডসহ পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়া হলে তদন্ত হয় এবং সে তদন্তের রায়ও তার ভাজতার পক্ষে আসে। মূলতঃ এ সব বিষয়ে সঠিক এবং যুক্তি সংগত কথা বলায় প্রতিপক্ষ মিজানুর প্রামাণিকগং
ক্ষিপ্ত হয়ে মিথ্যা অপবাদ প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন যা দুঃখজনক।
তিনি অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সু্ষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।