গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের ডিসি রাস্তা সংলগ্ন গাছ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাকের ছেলে মিজানুর রহমান সহকারি কমিশনার ভূমি বরাবর গত ৩০-০৬-২০২৫ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদী ছামছুল হক প্রামাণিকের ছেলে মিজানুর রহমান, মৃত মনির উদ্দিন প্রামানিকের ছেলে মাজেদুল ইসলাম, রাশেদুল ইসলাম সর্বসাং কিশামত হলদিয়া ডাকঘর নতুন বাজার, উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা দ্বয় গত ২৫-০৬-২০২৫ ইং তারিখে রাত্রি অনুমান সাড়ে এগারোটার দিকে বিবাদীগণ ধোপাডাঙ্গা নতুন বাজার হতে নলডাঙ্গা গামী ডিসি রোডের কিশামত হলদিয়া হাই স্কুল সংলগ্ন পশ্চিম পাশ্বে রাইস মিল সংলগ্ন রাস্তার ধারে থাকা একটি এন্ট্রি গাছে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। ফলে গাছটির বেশিরভাগ অংশ পুড়ে নষ্ট হয়ে যায়। ইতিপূর্বে বিবাদীগণ উক্ত গাছটির ডালপালা কেটে নিছে। পুরো গাছটি আত্মসাৎ করতে না পেরে আগুন ধরে দিয়ে বিনষ্ট করেছে। এ ব্যাপারে সহকারি কমিশনার ( ভূমি) মুঠো ফোনে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।