সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্ত কয়রা বোন টহলফারির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে
বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে তিনটি নৌকা জব্দ করেছে।
এ সময় জব্দকৃত নৌকা হতে তিন বোতল কীটনাশক, অবৈধ বিশাল জাল, অসংখ্য বরফসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে ১২ নভেম্বর রাত দুইটার দিকে বোন টহালপাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে শিবসা নদীর একটি খাল এলাকা হতে এ সকল নৌকা জব্দ করা হয়।
এ ব্যাপারে বোন কর্মকর্তার সজল মজুমদার বলেন, জব্দকৃত তিনটির নৌকায় অনেক জেলে ছিল বলে ধারণা করা হয়েছে। এরা বনের ভিতর গিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের পাশাপাশি বন্যপ্রাণী হরিণ শিকার করে থাকে।
নৌকায় থাকা অধিকাংশ জেলেরা বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকা থেকে রাতের অন্ধকারে লাভ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, এ ঘটনায় বোনাইরে মামলা দায়ের করা হয়েছে।