গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড,আ,ফ,ম খালিদ হোসেন বলেছেন, সুন্দর সমাজ বিনির্মানে মসজিদের ভুমিকা অপরিসীম। মসজিদের মাধ্যমে একতা সাম্য প্রতিষ্টিত হয়।চন্দনাইশের এলাকাবাসীর কাংখিত জায়গা চট্টগ্রাম -ককসবাজার মহাসড়কের পাশে নান্দনিক জায়গায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে।
৫ জুলাই দুপুর ১২ টায় মসজিদ চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইটে মডেল মসজিদে ভিত্তি প্রস্তর স্থাপন করা কালে ধর্ম উপদেষ্টা আরো বলেন, মসজিদ টি ১৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট এ মসজিদে ১২ লোক একসাথে নমাজ আদায় করতে পারবে,এতে আরো থাকবে লাইব্রেরী, হেফজখানা, মৃত লোকদের আলাদা গোসলখানা,বাইরে পার্কিং ও মহিলাদের আলাদা নমাজ পড়ার সুব্যবস্থা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার,,ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহা-পরিচালক আবদুস ছালাম খানঁ, প্রকল্প পরিচালক মো: শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খাঁন,চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো; রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জমান, জামায়াত প্রাথর্ী ডা: শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এম,এ হাসেম রাজু, উপজেলা জামায়াত আমীর কুতুব উদ্দিন, পৌরসভা জামায়াত আমীর কাজী কুতুব উদ্দিন,চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা মো: মোজাহেরুল কাদের, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী হারুনুর রশিদ, ব্যবসায়ী জাহাংগির আলম, জামায়াত নেতা জমির আদনান, দ: জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক খন্দকার মো: মোকাম্মেল,আলমগীর হোসেন,শাহাদত হোসেন,জয়নাল আবেদীন,নুরুল আলম ,শাহজাহান, আ:মন্নান,আকরাম প্রমূখ ছাড়া এলাকারবাসী উপস্থিত ছিলেন।