কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শোন্দাহ গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত জিকে সেচ খালের (শাখা খাল)ভিতরেই ধান চাষ করতে দেখা গেছে এক কৃষককে।দীর্ঘদিন ধরে বেদখল থাকার পর ২০১৬ সালে উক্ত সেচ খালটি নতুনকরে খনন করা হয়। তবে, যতটুকু গভীর হওয়ায় দরকার পানি প্রবাহিত হওয়ার জন্য, ততটুকু হয়নি।ব্যাপক দূর্নীতির মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে।দীর্ঘদিন ধরে খালের পানি বঞ্চিত থাকায় এ এলাকার মানুষ বসে থাকেনি বরং স্যালোমেশিন ও বৈদ্যুতিক মটরের সাহায্যে সেচ দিয়ে ভর্তুকি মুল্যে চাষাবাদ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে, দেখা যায় যে খালের ভিতরেই একজন ধান চাষ করছেন। উক্ত কৃষকের সাথে কথা বলে জানা যায় যে, করোনা মহামারির ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন,এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না।সেই অনুপ্রেরণায় তিনি খালের ভিতরেই উক্ত জমিতে ধান চাষ করে আসছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।তিনি আরো জানান, তার নিজের কোন জমি নেই এবং অন্যের জমি লিজ নেওয়ার মত সামর্থ্য ও নেই। তাই তিনি পতিত এই জমির যথাযথ ব্যাবহার করে নিজের পরিবারের খাদ্যের যোগান দিচ্ছেন।