দিনাজপুর জেলার সেতাবগঞ্জ খাদ্যগুমে ফিতা কেটে অভ্যন্তরীণ আমন চাল ও ধান সংগ্রহের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সেতাবগঞ্জ এল.এস.ডি গোডাউনে উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোঃ শামসুল আলম, জহুরা অটা রাইস মিলের সত্ত্বাধিকারী আব্দুল হান্নান। এছাড়াও অটোমিল মালিক আকিল আহমেদ, আলম হাজী, আলতাফুর রহমান, সোনা বাবু, মোঃ মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলন। উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ মৌসুমে সরকারী ভাবে ৯ হাজার ৩ শত ১৫ মট্রিক টন আমন চাল প্রতি কেজি ৪৭ টাকা, ১ হাজার ১ শত ৪৪ মট্রিক টন ধান প্রতি কেজি ৩৩ টাকা এবং ৩ শত ৯৮ মট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৬ টাকা দরে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।