1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ফিলিস্তিনে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ভেড়ামারায় মেরিট একাডেমিক কেয়ারের উদ্যোগে এসএসসি’২৫ শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা মুন্সীগঞ্জে গজারিয়ায় আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ গাজায় গণহত্যার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরিশালের University of Global Village (UGV) Barishal ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল বগুড়ায় গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ০৬(ছয়)জন সদস্য ০২ (দুই)টি বার্মিজ চাকুসহ আটক গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের গর্জন: রাজপথে নেমে এলো হাজার হাজার কণ্ঠ ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েল কর্তৃক ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেনাবাহিনীর মেজর সেঁজে রাবির এক ছাত্রীর সাথে প্রেমের প্রতারণা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে
সেনাবাহিনীতে কর্মরত মেজর সেঁজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর সঙ্গে প্রেমের পর আর্থিক প্রতারণার অভিযোগে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৬ মার্চ) রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটনের (আরএমপি) মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত চিন্তাহরণ বিশ্বাস (৩৯) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে। মুসলিম পরিচয়ে ফেসবুক আইডি খুলে নিয়মিতই এরকম প্রতারণা করতেন তিনি। তার বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে।
আরএমপি’র ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্তাহরণ হিন্দু ধর্মের অনুসারী হয়েও মো. রোহান সিকদার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছেন। পাঁচ মাস পূর্বে এই ফেসবুক আইডি ব্যবহার করে সে রাবির এক ছাত্রীর (মুসলিম) সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায়। এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন চিকিৎসক এসব কথা বলে চিন্তাহরণ ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন।
একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে তোলেন তিনি। সেই সুবাদে চিন্তাহরণ ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য তিনি ঐ পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও তিন লাখ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরণের এমন আচরণে ঐ ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তারা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো. মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই পলাশ আলী ও তার টিম ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দানকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করেন। এরপর কৌশলে চিন্তাহরণকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে গ্রেপ্তার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com