নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৬টায় পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪১ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা। এর মধ্যে কর খাতে ৯ কোটি ১২ লাখ, রেইট থেকে ৮ কোটি ১৫ লাখ, ফি বাবদ ৬ কোটি ৪৪ লাখ এবং পৌর স্থাবর সম্পত্তি থেকে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে। পানি শাখা, ব্যাংক লভ্যাংশ, সরকারি অনুদান ও অন্যান্য উৎস থেকেও আয়ের পরিকল্পনা রয়েছে।
রাজস্ব খাতে সমপরিমাণ ৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ও প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসরপ্রাপ্তদের পাওনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন, উপজেলা প্রকৌশলী এম এম আলি রেজা রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদসহ রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরবৃন্দ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।