নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা বিরুদ্ধে মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় সমাবেশ থেকে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের ডাক বাংলো মোড় থেকে শুরু হয়ে – শহীদ ডাঃ জিকরুল হোক রোড – শেরা বাংলা রোড হয়ে পাঁচ মাথা মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যেমে শেষ হয়। এতে হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন৷ বক্তব্য প্রদানকারীরা বলেন ধর্ষনকারী দেরকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ অনুমান করে দ্রুত স্বাভাবিক করার জন্য আহবান জানানো হয়।