“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে র্যালি, অগ্নিকান্ড নিবার্পন, ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী পালন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের সহকারি পরিচালক আরাফাতুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সমাজ সেবা কর্মকর্তা মোছাম্মৎ বনিয়াতুল মোছাইয়াদা বনি, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম ও সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুলতান আহমদ।