ফেনীর সোনাগাজীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ১১শ প্রান্তিক কৃষাণ ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
১৩ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলার উপ পরিচালক আতিক উল্যাহ।
উপসহকারী প্রতাপ নাথ এর সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সহকারী বিআরডিবি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজির উদ্দিন চৌধুরী, উপসহকারী কর্মকর্তা আজমীর হোসেন, আজিজ উল্যাহ, মাহমুদ আলম, রহিম উল্যাহ, মোতাহের হোসেন, নিপা রাণী ভৌমিক, নাইমুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন পাটোয়ারী, নাজনিন সুলতানা, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, মোঃ হানিফ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।