সোনাগাজীতে সোসাইটি ফর হিউম্যান রাইটস এণ্ড এডুকেশনের উপজেলা কমিটির পরিচয় পত্র প্রদান ও পরিচিতি সভা রোববার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার উপজেলা সভাপতি সার্জেন্ট অব. মহি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ইমাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সোনাগাজী ও দাগনভূঞা সার্কেল) সৈয়দ মোমিদ রায়হান।
প্রধান বক্তা ছিলেন সোসাইটি ফর হিউম্যান রাইটস এণ্ড এডুকেশনের ফেনী জেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক কবির আহমেদ বশর, সোসাইটি ফর হিউম্যান রাইটস এণ্ড এডুকেশনের উপজেলা ভাইস প্রেসিডেন্ট বেলায়েত হোসেন মিলন, সংস্থার সহভাপতি ও উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক সৈয়দ মো. গিয়াস উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সংস্থার উপজেলা সহসভাপতি মাস্টার পাড়া আদর্শ সমাজের সাধারণ সম্পাদক হানিফ মুক্তার ও বিএনপি নেতা নুরুল করিম শিল্পী। অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর্জা মিলন ও সোনাগাজী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রিংকু, জেলা রিপোর্টার খুরশিদ আলম, নুর নবী ও কাজী মিজানুর রহমান প্রমূখ।