ফেনী সোনাগাজীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোনাগাজী মো. ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সোনাগাজী মোঃ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,
সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মিহির হাসান,
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন,
ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান,
উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফা,
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা,
ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. হিজবুল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি ও উপজেলা মেরিন মৎস্য ফিসারিজ কর্মকর্তা খায়রুল বাসার।
এ উপলক্ষ্যে একটি র্যালি শেষে সোনাগাজী পৌর এলাকার হাওয়ায় সড়কের দু’পাশে ৫০টি তালের চারা রোপন করা হয়েছে।