বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযান উপলক্ষে সোনাগাজী ডিগ্রি কলেজের গ্রীন ওয়েভ পরিবেশ ক্লাবের উদ্যেগে দুই দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়।বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীর মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মতিউর রহমান, ড. কে এম আতিকুর রহমান,হামিদুল হক,শামছুউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম খালেদ ভুইয়া,মুনমুন দে ও সমরেশ দাস।জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবেলায় কলেজ ক্যাম্পাসকে সবুজ করে তোলাই বৃক্ষরোপন কার্যক্রমের মুল লক্ষ্য গ্রীনওয়েভ ক্লাবের লক্ষ্য ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন এবং সবুজ করে তোলা।পরিবেশ ক্লাবের শিক্ষার্থীরা এই লক্ষ্য অর্জন নিয়মিত কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের কাজ করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে।