বগুড়া শাহজাহানপুর থানা পুলিশ একটি অত্যাধুনিক ধারালো বিদেশী চাকুসহ সোয়াইবকে গ্রেফতার করে। মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়।
বুধবার দিবাগত রাতে শাজাহানপুর উপজেলা খলিসাকান্দি গ্রামের মতিয়ার রহমান পিন্টু এল. জি. পি. ইট ভাটার প্রধান গেটের সামনে দুবলাগাড়ী বাজার থেকে মোস্তাইল যাওয়ার পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ সোয়াইব (৩৫), পিতা মোঃ ইউসুফ আলী, সাং ঘাসিড়া নওদাপাড়া, থানা শাজাহানপুর, বগুড়াকে একটি অত্যাধুনিক ধারালো বিদেশী চাকুসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়।