গাজীপুরে কাশিমপুর থানা ০৪ নং ওয়ার্ডের গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ ও নিউ মিলিনিয়াম স্কুল এন্ড কলেজ সহ ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মানববন্ধন কর্মসূচি ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় সারদাগঞ্জ কাশিমপুরে গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ ও নিউ মিলিনিয়াম স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী সহ মোট ২০ টি স্কুলের ছাত্র ছাত্রীরা ফিলিস্তিনি সাধারণ নাগরিক এবং অবুঝ শিশুদের নির্বিচারে হত্যা ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল আক্রমণাত্মক মনোভাব গত হত্যা ও অবৈধ দখলদার ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীরা ইস্রায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে তার মানববন্ধন কর্মসূচি পালন করে।