উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অসংগতি ও অবমূল্যায়নের কারণে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। যদিও নীতিনির্ধারকরা সহমত প্রকাশ করেছিলেন, এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, “এইচএসসি পাসের পর তিন বছর পড়াশোনা এবং ছয় মাসের ইন্টার্নশিপ শেষে আমাদের যোগ্যতার সনদকে এইচএসসি সমমান ধরা অন্যায়। বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।” এ সময় আরও বক্তব্য দেন শিক্ষার্থী প্রতিনিধি তানজিব, হিরা বিশ্বাস, তাসমিয়া আক্তার ও শান্তানু পোদ্দার। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং নার্সিং শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত হবে।