পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্বরূপকাঠি প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আতিকুল ইসলাম লিটু (দৈনিক নয়া দিগন্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. হালিমুর রহমান শাহিন (দৈনিক ইত্তেফাক), সাংবাদিক কোষাধ্যক্ষ ধীরেন হালদার, প্রচার সম্পাদক মো. রুহুল আমিন (দৈনিক ভোরের ডাক), সহ-সাধারণ সম্পাদক মো. আমিন মোল্লা রুহুল (দৈনিক অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক তৃতীয় মাত্রা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মো. মাসুদুল আলম অপু, সিনিয়র সদস্য সাংবাদিক ওমর ফারুক হান্নানুর রহমান, স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ (দৈনিক জনতা) এবং মো. বদরুজ্জামান সুজন (সম্পাদক দৈনিক শীর্ষ, দৈনিক সকালের সময়, দৈনিক বরিশাল ক্রাইম)। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মিলন ( দৈনিক মুক্ত খবর), সাংবাদিক তাওহীদুল ইসলাম লিমন, সাংবাদিক মো. সোহেব, সাংবাদিক সজীবসহ স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদকর্মীরা। ইফতারের পূর্ব মুহূর্তে প্রয়াত সাংবাদিক মো. মাসুম হোসেন ও এস. এম. বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। সাংবাদিক আনোয়ার তার বক্তব্য বলেন ,আজ স্বরূপকাঠি প্রেসক্লাব দিখণ্ডে বিভক্ত আমরা এটা চাই না, আমরা চাই মূল ধরার সাংবাদিক নিয়ে নতুন রূপে স্বরূপকাঠি প্রেসক্লাব কে তৈরি করে- গঠনতান্ত্রিক উপায় সবাই মিলেমিশে একসাথে কাজ করা যায় কিনা সে বিষয়ে সিনিয়র সাংবাদিকরা আছেন আপনার উদ্যোগ নিবেন আমরা আপনাদের সাথে থাকবো। এছাড়াও নতুন যারা সদস্য হয়েছেন- তার তাদের বক্তব্যে বলেছেন সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আমাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে সার্বিক সহযোগিতা করবেন , এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিনিয়র সাংবাদিকরা তাদের সমস্ত বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা আশ্বাস দিয়েছে। স্বরূপকাঠি প্রেসক্লাবের এ আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের স্মরণে এমন আয়োজন অব্যাহত থাকবে।