এয়াকুব নবী রিয়াজ,পরশুরাম প্রতিনিধি: পরশুরাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমলের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনী ১এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশনায় পরশুরাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
শনিবার সকালে পৌরসভার দক্ষিণ কোলাপাড়া চৌধুরী বাড়ী জামে মসজিদ ঈদগাঁহ মাঠে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আযম চৌধুরী সিরাজের সভাপতিত্বে ঈদ উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পৌর বিএনপি’র আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন সাহাবী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মেম্বার, নুরুল আলম ,উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন প্রমুখ।