শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন এবং দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) লালমনিরহাটে অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানো আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন- পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার ও হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাকিম খান।
লালমনিরহাট জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত তিন আসামি। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার ৩ দিন পর ১ নভেম্বর বিকেলে লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৩০০-৪০০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়।