হরিণাকুন্ডু উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হরিণাকুন্ডু থানার সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস আই চঞ্চল বিশ্বাস ও এ এস আই রেজয়ানুল হক সঙ্গীয় ফোর্স রবিবার দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলাধীন দখলপুর পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ এম এ রউফ জানাই। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ৪ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাহাতাব উদ্দীনের এর ছেলে আমিরুল ইসলাম(২৫) এবং আসিকুলের ছেলে মোঃ শাহিন (২৩) / সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস,আই চঞ্চল বিশ্বাস জানাই এ,এস আই রেজওয়ানুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর সিদ্দিকীয়া মাদ্রাসা এলাকার পাকা রস্তার উপর থেকে তাদের কাছে থেকে গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃত আসামীদের বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস আই চঞ্চল বিশ্বাস ও এ এস আই রেজওয়ানুল হকের কাছে জানতে চাইলে তারা বলেন মাদক বিরোধী অভিজান ঝিনাইদহ এর হরিনাকুন্ডু থানার সমস্ত জায়গাতে নিয়মিত ভাবে চলতে থাকবে।