তারিখ: ৫ জুলাই ২০২৫
স্থান: হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকা, সুন্দরগঞ্জ উপজেলা, গাইবান্ধা
আজ বিকাল ৪টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আওতাধীন হরিপুর ব্রিজ সংলগ্ন নদীতে একটি গুরুতর ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা নদীতে নিষিদ্ধ চায়না জাল ফেলে মাছ ধরছিল। একই সময়ে একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল বলে জানা যায়।
খবর পেয়ে ৪ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলেদের জাল তুলে নেয় এবং ড্রেজার মেশিনটি রশি দিয়ে বেঁধে একটি নৌকাযোগে নিয়ে যেতে থাকে। এ সময় গ্রামের সাধারণ মানুষ, নারী-পুরুষসহ, নদী সাতরে এসে নৌকাটি টেনে কিনারে নিয়ে আসে।
পরে উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ২-৩ পুলিশ সদস্যকে আঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার এক পর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত পুলিশের সহায়তা চাওয়া হয়।
বর্তমানে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং চিলমারী থানার নিকটে হওয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।