1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে নাতনীকে যৌন হয়রানীর প্রতিবাদ করায় বৃদ্ধা নানীকে হত্যা পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা হরিপুরে ৫৪ জন গ্রামপুলিশদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ পরিবেশ দূষণ রোধে পাবনায় দুই কারখানার বিরুদ্ধে অভিযান শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ কাঁঠালিয়ায় এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তার নামের মামলার আবেদন বিএনপি নেত্রীর সাবেক দুই এমপিসহ আ.লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাকসুর তফসিল ঘোষণার দাবিতে রাবি ছাত্রশিবিরের ঘেরাও কর্মসূচি

হরিপুরে ৫৪ জন গ্রামপুলিশদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ

জসীমউদ্দীন ইতি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৫৪ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও পোশাক  প্রদান করেছে উপজেলা প্রশাসন। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও জরুরি বার্তা পৌঁছানোর কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের চলাচল আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২৩তারিখ বুধবার বেলা ১২টার সময় উপজেলা চত্তরে, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, প্রাথমিক শিক্ষা সুলতান সালাহ উদ্দীন,মৎস্য অফিসার রাকিবুল ইসলাম,  জনস্বাস্থ্য সানোয়ার হোসেন জনি প্রধান, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে প্রতিটি গ্রাম পুলিশ সদস্যের হাতে একটি করে নতুন বাইসাইকেল,পোশাক  এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এর মাধ্যমে গ্রাম পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি মাঠপর্যায়ে সরকারি সেবার গতি ও মানও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে গ্রাম পুলিশদের কার্যক্রমকে আরও কার্যকর করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গ্রাম পুলিশদের সাড়া দেওয়ার সময় কমে আসবে এবং তাঁরা দ্রুত পৌঁছাতে পারবেন দায়িত্বপূর্ণ স্থানে।

এই কার্যক্রম শুধু একটি উপহার নয়, এটি মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও বিশ্বাসের একটি মজবুত নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে গ্রাম পুলিশদের জন্য এ ধরনের সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করছে সরকার, যার ধারাবাহিকতায় হরিপুর উপজেলা এবার যুক্ত হলো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com