1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বগুড়ায় ধর্ষণ মামলার ১নং আসামী গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্টিত ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় ঠাকুরগাঁও জেলায় সভা ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশাল মহানগর বি এন পির প্রতিবাদ ও সংহতি সোনার বাংলা -লেখকঃ বাবুল আকতার কয়রায় পল্লী চিকিৎসক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন ঈদগাঁওতে থানা থেকে লুন্ঠিত অস্ত্র মিলল ব্রীজের নীচে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হরিপুর-চিলমারী সেতু রুটে দুই থানার মোড়ে দুই গ্রামের সংঘর্ষ

Aminul Islam
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সীমান্তবর্তী দুই থানার মোড় এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে। গতকাল (বৃহস্পতিবার  বিকেলে ডাঙ্গারচর ও দুই থানার মোড় এলাকার দুই গ্রামের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে বাকবিতণ্ডা হলেও কিছুক্ষণ পরই উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক শিশু-কিশোরকেও লাঠি হাতে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শিশুদের এই উদ্বেগজনক দৃশ্য চোখে পড়ে, যা স্থানীয়সহ দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এই সড়কপথেই নির্মাণাধীন হরিপুর-চিলমারী সেতুটি যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছিল। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং মানুষের চলাচলে গতি আসবে।

তবে ধারাবাহিকভাবে এমন সহিংস ঘটনা ঘটতে থাকলে সেতুকে ঘিরে গড়ে ওঠা সম্ভাবনা এবং বহুদিনের স্বপ্ন ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন

এলাকাবাসীর দাবি, সময়মতো প্রশাসন পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিদেরও আহ্বান জানানো হয়েছে যেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, হরিপুর-চিলমারী সেতু চালু হলে দুই জেলার মানুষ বহুদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সর্বত্র। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান না থাকলে উন্নয়নের সেই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com