ফুলগাজীর কবির আহম্মদ ওরফে ‘জাল কবির’কে মঙ্গলবার সন্ধ্যায় ছাগলনাইয়া থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নেয়ার পথে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় তখন সুযোগ পেয়ে হাতকড়াসহ পালিয়ে যায় কবির।পুলিশ এখন ও জাল কবির কে গ্রেফতার করতে পারে নাই।