
স্থান: দোহার, ঢাকা-১

তারিখ: ১১ জুলাই ২০২৫, শুক্রবার

সময়: সন্ধ্যা ৬:৩০ মিনিট
হারুন মাস্টার হত্যার বিচার ও মাদক-অস্ত্র বিরোধী অভিযানের দাবিতে মশাল মিছিল
সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে দোহার উপজেলার কেন্দ্রস্থলে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দোহার উপজেলার প্রিয় শিক্ষক হারুন মাস্টার হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মিছিলটি দোহার উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জয়পাড়া থানার মোড় ঘুরে দোহার থানার সামনে এসে শেষ হয়। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পরে মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। থানার ইনচার্জ মোঃ হাসান আলীর অফিসের সামনে গিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে হারুন মাস্টার হত্যার বিচারিক প্রক্রিয়া শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসাথে তারা প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল এবং দেশবিরোধী দুষ্কৃতিকারীদের অপতৎপরতা রোধে প্রশাসনের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়াও দোহার সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, যেমনভাবে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে একশন নেওয়া হয়েছে, তেমনিভাবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে।