নরসিংদীর মনোহরদীতে সি.এস.ডি হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুুষ্ঠিত হয়েছে।শনিবার(২৩ মার্চ)উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে অবস্থিত চরগোহাল বাড়ীয়া সোসাইটি ডেভলেপমেন্ট (সি.এস.ডি)এর আয়োজনে চরগোহাল বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২৪ অনুুষ্ঠিত হয়েছে।এতে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রথম অধিবেশনে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরিচালনায় বেলা ২ টায় বাছাইপর্ব শেষ হয়।
১ম অধিবেশন শেষে বেলা ৩ টায় দ্বিতীয় অধিবেশন তথা ফাইনাল পর্ব শুরু হয়,তা চলে বেলাঃ৫-৩০ মিনিট পর্যন্ত।মাওঃমাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রাণবন্ত ফাইনাল রাউন্ডে মাওঃআঃওয়াদূদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এড.মু.ফজলুল হক,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,১২ নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাহবুবুর রহমান দুলাল বি.এস.সি,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ নরসিংদী এর কার্যকরী সভাপতি ও দৈনিক নরসিংদী নবকণ্ঠের উপদেষ্টা,মোঃনাদিম মাহমূদ(লেখক),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলার কৃষি অফিসার মোঃশফিকুল ইসলাম ভূঁইয়া,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আঃরাজ্জাক মনির মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল।এ সময় অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বেলাব উপজেলার খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলাম সোহেল,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,অভিভাবকবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন।উক্ত প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন,মনোহরদী আল-মাহমূদ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থী,মোঃঅলি উল্লাহ এর ছেলে,হাফেজ মোহাম্মদ আলী,২য় স্থান অর্জন করেন,মনোহরদী মাদরাসাতুল ছওতিল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী,মোঃবেলায়েত হোসেনের ছেলে, হাফেজ মোঃআবদুল্লাহ আল-কাফি,৩য় স্থান অর্জন করেন,মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ,মোঃরফিকুল ইসলাম এর ছেলে হাফেজ আবু রায়হান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন,ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও এ ধরণের অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান মেহমান নাদিম মাহমূদ উপহার হিসেবে নিজের লেখা”রাসূলের শান”ইসলামীক বই অতিথিবৃন্দ ও প্রতিযোগীদের হাতে তুলে দেন।সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী হাফেজ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।