1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ইসরাইল বিরোধী হরতাল, জনসাধারণের প্রতিবাদ নওগাঁয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বগুড়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার মূল আসামিসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য বার্মিজ চাকুসহ আটক গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে গাজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হোমনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে বিক্ষোভ ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত. শাহজাহান সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ভূখণ্ডে গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা

হিলিতে প্রধান বিচারপতি

হাসান আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কোন ক্ষেত্রেই বা কোন সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়ীত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না করা হয়। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতি শব্দ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়ানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদুর প্রসারি সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিলো তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেই সংস্কারের বার্তা পৌছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সাথে কথা বলছি। এছাড়া হিলিতে তার জন্মস্থান নিয়ে স্মৃতিচারন করেন। এর আগে তিনি কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন ও কলেজ কতৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কলেজের সভাকক্ষে কলেজ কতৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেন। এর পরে কলেজের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। কলেজের ১০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এসময় সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, দিনাজপুর সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com