আমাদের পাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিটন পহরি কিছু লোহার টুল বাহির করে বেচে দেই আমরা এটার খোজ নিলে নিতে আমাদের বলে আমি এটা মেরামত করার জন্য থুয়ে আইছি,,,পরে যেখানে থুয়ে আইছি বলছে,, সেখানে গিয়ে বললে সে মেরামতের লোক বলে আমার কাছে কোনো টুল আসেনি,,, এই লিটন পহরি দিনের পর দিন সরকারি কাঁঠালের পাতা গাছের আম নামিয়ে বেঁচে দেই আর অনার চাচাতো ভাই তখন ছিলো আওয়ামীলীগের সভাপতি মো :দেলোয়ার হোসের এর বলে সে এই পাইমারিতে চাকরি পাই আর একে পর এক এই অনিয়ম করে থাকে আমি এই বিষয়ে শিক্ষা অফিসার কাছে গেলে ।