কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নরু মিয়া (৬৫) ও ফজলু (৬২) নামের একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নম্বেভর ) সকালে ৬.৩০ মিনিটের দিকের উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নরু মিয়া ও ফজলু মিয়া একই গ্রামের মুত হাসেনের পুত্র।
স্থানীয় ভাবে জানা যায়, সকালে গরুখাদকের জন্য পুঞ্জি থেকে খড় আনতে যান নুরু মিয়া (ধানের খড়) বন ধরার সাথে সাথেই বিদ্যুৎ পৃষ্ট হয় নুরু মিয়া তার ডাক চিৎকারে তার ছোট ভাই ফজলু মিয়া দৌঁড়ে ছুটে আসেন। তাকে বাঁচাতে তাকে ধরার সাথে সাথে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আলীকদম মিয়া জানান, বিদ্যুৎতের তার টি দীর্ঘদিন ধরের পুঞ্জি দেয়া খড়ের সাথেই জড়িয়ে ছিলো বিদ্যুৎ অফিসের লোকজনকে বার বার বলার পরেও তারা কোন ব্যবস্থা নেন নি। তারা যেনতেন ভাবে বিদ্যুৎ লাইন টেনে রেখে চলে যায়, তাদের সাথে কথা বলা যায় না কি ভাব যে ধরে । এ ঘটনার দায়ভার বিদ্যুৎ অফিসের নিতে হবে বলে দাবি করেন।