জয়পুরহাটের কালাইয়ে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কালাই থানা বিএনপি ও কালাই পৌর বিএনপির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর অঞ্চলের বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সার্বিক সহযোদ্ধা ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। গত ১৭ বছরে নানা হামলা–মামলা, নির্যাতন ও রাজনৈতিক দমনপীড়নের সময়ে স্থানীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন।
তাদের অভিযোগ, বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে—সাবেক সচিব ডিসি আব্দুল বারি—তাকে তারা মাঠে-ঘাটে কখনও দেখেননি। নেতাকর্মীদের দাবি, “গত ১৭ বছরে এলাকায় আন্দোলন, সংগ্রামে, মতপ্রকাশ কিংবা সংকটের সময়ে তাকে রাজপথে পাওয়া যায়নি। অথচ তিনি ৫ আগস্টের পর দলে যোগ দিয়েই কীভাবে মনোনয়ন পেলেন—এটা দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার।”
বিক্ষোভে বক্তারা আরও বলেন, কালাই–ক্ষেতলাল–আক্কেলপুরের সাধারণ মানুষ কোনো ‘অতিথি পাখি’ বা বাইরের কাউকে এমপি হিসেবে চায় না। দীর্ঘ রাজপথের লড়াইয়ে যিনি পাশে ছিলেন—সে কারণে তারা সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির প্রতি জোর দাবি জানান।
কর্মসূচির কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।