দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে উন্নয়নের মুখ দেখলো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নে। স্থানীয় জনগণের বহুদিনের চাওয়া পূরণ করলেন বর্তমান তত্ত্বাবধায়ক চেয়ারম্যান মোঃ আইয়ুব বাগমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহারবাড়ি থেকে মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রশস্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য। বর্ষাকালে কাদায় থৈ থৈ, আর শুকনো মৌসুমে ধুলাবালি – এই দুইয়ের মাঝেই বছরের পর বছর চলতে হয়েছে স্থানীয়দের।
এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫০০টির বেশি পরিবার যাতায়াত করে। রয়েছে একাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যান-অটোচালকদের চলাচলের প্রধান পথ হিসেবেও ব্যবহৃত হয় এটি। তাছাড়া, এলাকাটি শিক্ষার্থী, কর্মজীবী এবং সাধারণ মানুষের জন্য অন্যতম প্রধান সংযোগ পথ।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “আমরা অনেক চেয়ারম্যান দেখেছি, কিন্তু কেউ এই রাস্তাটা নিয়ে ভাবেনি। আইয়ুব সাহেব এসে মাত্র কয়েক মাসেই কাজ শুরু করলেন। এটা আমাদের জন্য একটা স্বপ্নের মতো।”